Welcome to Sylhet Independent Store !
কম্পিউটার শর্টকাট কী বলতে কি বুঝায়?  MS windows,word,excel ও powerpoint এর শর্টকাট কী সম্পর্কে বিস্তারিত

কম্পিউটার শর্টকাট কী বলতে কি বুঝায়? MS windows,word,excel ও powerpoint এর শর্টকাট কী সম্পর্কে বিস্তারিত

(0 customer review)

alt="কম্পিউটার শর্টকাট কী সমূহ"

 কম্পিউটার শর্টকাট কী বলতে কি বুঝায়?

কম্পিউটার শর্টকাট কী হচ্ছে কীগুলোর এমন সংমিশ্রণ (MS Windows/MS Word/MS Excel/MS Powerpoint) যা আপনাকে বিকল্প উপায়ে খুব দ্রুত বিশেষ কিছু কাজ করতে সহায়তা করে। পূর্ব নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী এই শর্টকাট কী গুলো কাজ করে থাকে।

কম্পিউটার সফটওয়্যারে কমান্ড এক্সিকিউট করার জন্যে অবশ্যই কম্পিউটার শর্টকাট কী সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কম্পিউটার শর্টকাট কী শেখা আপনার কাজ সহজ এবং দ্রুত করতে সাহায্য করবে। কোন সন্দেহ নেই, আজকাল ৫০% এরও বেশি মানুষ কম্পিউটার সিস্টেমের ব্যবহারকারী এবং ঘন ঘন ব্যবহারকারী বাড়ছে।

তাই, নীচের A to Z কম্পিউটার শর্টকাট কী তালিকাটি জেনে রাখা উচিত। কম্পিউটার শর্টকাট কী ব্যবহারকারীকে যেকোনো কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় দ্রুত ফাংশন সম্পাদন করতে সাহায্য করে। 

এই আর্টিকেলে আমি Microsoft Windows, Microsoft Word, MS Excel, MS PowerPoint এ ব্যবহৃত সমস্ত মৌলিক কম্পিউটার শর্টকাট দিয়ে দিচ্ছি। আপনি যদি নিয়মিত কম্পিউটার সফটওয়্যারে কাজ করেন বা বেসিক শর্টকাট কী শিখতে চান, তাহলে তথ্যগুলো আপনাকে অবশ্যই শিখে রাখতে হবে। 


কম্পিউটারের A to Z শর্টকাট কী :

যখন একজন ব্যবহারকারী কম্পিউটার সিস্টেমে কাজ করে, তখন selecte করা, start করা, এবং Delete করা হল মৌলিক এবং প্রায়শই করা কাজ। আপনার কার্সার ব্যবহার করার পরিবর্তে, আপনি কম্পিউটার শর্টকাট কী অনুশীলন করতে পারেন। দৈনন্দিন ভিত্তিতে ব্যবহৃত সমস্ত মৌলিক কম্পিউটার শর্টকাট কীগুলি নীচের সারণীতে উল্লেখ করা হয়েছে।

Basic Computer Shortcut Keys

কম্পিউটারের ব্যাসিক শর্টকাট কী


👉 Alt + F File menu options in the current program 


👉 Alt + E Edits options in the current program 


👉 F1 Universal help (for any sort of program) 


👉 Ctrl + A Selects all text 


👉 Ctrl + X Cuts the selected item 


👉 Ctrl + Del Cut selected item 


👉 Ctrl + C Copy the selected item 


👉 Ctrl + Ins Copy the selected item 


👉 Ctrl + V Paste the selected item 


👉 Shift + Ins Paste the selected item 


👉 Home Takes the user to the start of the current line 


👉 Ctrl + Home Go to the beginning of the document 


👉 End Go to the end of the current line 


👉 Ctrl + End Go to the end of a document 


👉 Shift + Home Highlight from the prevailing position to the start of the line 


👉 Shift + End Highlight from the prevailing position to end of the line 


👉 Ctrl + (Left arrow) Move one term to the left at a time 


👉 Ctrl + (Right arrow) Move one term to the right at a time 


মাইক্রোসফট উইন্ডোজের (MS Windows) জন্য কম্পিউটার শর্টকাট কী :

👉 Windows key + R : কম্পিউটারে রান (Run) মেনু ওপেন করার জন্য। 


👉 Windows key + E : এই key ব্যবহার করে File explorer খুলতে পারবেন। 


👉 Alt + Tab : কম্পিউটারের খোলা থাকা প্রোগ্রাম (open program) গুলির মধ্যে বাছাই (select) করার জন্য। 


👉 Windows key + Up arrow key : বর্তমান ওপেন থাকা উইন্ডোটি maximize বা full screen করার জন্য। 


👉 Ctrl + Shift + Esc : কম্পিউটারে task manager খোলার জন্য। 


👉 Windows key + D : খোলা থাকা program / Desktop স্ক্রিন Hide বা Display করার জন্য। 


👉 Ctrl + Esc : কম্পিউটারের স্টার্ট মেনু (start menu) ওপেন করার শর্টকাট। 


👉 Alt + F4 : চালু থাকা এপ্লিকেশন (application) বন্ধ করার শর্টকাট। 


👉 Alt + Space bar : চালু থাকা application এর menu ওপেন করার জন্য। 


👉 F1 : এতে চালু থাকা application এর help menu ওপেন হবে। 


👉 Windows key + M : সবধরণের উইন্ডোস স্ক্রিন minimize করার জন্য। 


👉 Shift + Windows key +M : ওপরের শর্টকাট ব্যবহার করে minimize করা windows বা screen রিস্টোর (restore) বা আবার ওপেন করার জন্য। 


👉 Windows key + Tab : এতে Task view ওপেন হবে। 


👉 Windows key + Break key = এতে system properties dialog box ওপেন হবে। 


MS Word এর জন্যে কম্পিউটার শর্টকাট কী :

যদিও MS Word একটি মৌলিক কম্পিউটার সফটওয়্যার এবং এটিতে কাজ করা সবচেয়ে সহজ। যাইহোক, কম্পিউটার শর্টকাট কীগুলির একটি সম্পূর্ণ তালিকা রয়েছে যার মাধ্যমে MS Word এ টাইপ করা সহজ এবং উপভোগ্য। এমএস ওয়ার্ড সম্পর্কিত সমস্ত কম্পিউটার শর্টকাট কী নীচে দেওয়া হল। ব্যবহৃত MS শর্টকাট কীগুলি জানতে নীচের টেবিলটি দেখুন এমএস ওয়ার্ডে। 

👉 Shift + F10 Key: শর্টকাট মেনু পাওয়ার জন্য। 


👉 F4: এই বাটন ব্যবহার করে আপনারা আগের অবস্থায় ঘুরে যেতে পারবেন। 

আরো পড়ুনঃ মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে? 

👉 F5: ওয়ার্ড এ কাজ করার সময়, যদি আপনি আপনার ডকুমেন্টের আলাদা আলাদা পেজে যেতে চান, তাহলে বার বার মাউসে স্ক্রল করে যেতে হবেনা। F5 key ব্যবহার করে কেবল পেজ নম্বর দিয়ে দিলেই আপনি আপনার ডকুমেন্টের যেকোনো পেজে যেতে পারবেন। 


👉 Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য। 


👉 Ctrl+B : টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য। 


👉 Ctrl + C : সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য। 


👉 Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)। 


👉 Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খুজার জন্য। 


👉 Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য। 


👉 Ctrl + K : আপনার সিলেক্ট করা টেক্সট (text) এ hyperlink (URL web address) বা ওয়েবসাইটের এড্রেস যোগ করার জন্য। 


👉 Ctrl + L : Left alignment বা আপনার লেখা গুলি বামদিকে নিয়ে নেয়ার জন্য। 


👉 Ctrl + N : নতুন word document খোলার জন্য। 


👉 Ctrl + O : আগের থেকে বানানো word file খোলার জন্য। 


👉 Ctrl + S : আপনার বানানো ওয়ার্ড ফাইল সেভ করার জন্য। 


👉 Ctrl + U : টেক্সট বা লেখাতে underline করার জন্য। 


👉 Ctrl + V : কপি করা টেক্সট (text) সহজে পেস্ট (paste) করার জন্য। 


👉 Ctrl + X : যেকোনো সিলেক্ট করা টেক্সট এর অংশ cut করার জন্য। 


👉 Ctrl + Z : ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয়, তাহলে ও শর্টকাট (shortcut) ব্যবহার করে আবার আগের অবস্থায় যেতে পারবেন। 


👉 Ctrl + G Find and replace options 


👉 Ctrl + H Find and replace options 


👉 Ctrl + J Justify paragraph alignment 


👉 Ctrl + Q Align selected paragraph to the left 


👉 Ctrl + E Align selected text or line to the centre 


👉 Ctrl + R Align selected text or line to the right 


👉 Ctrl + M Indent the paragraph 


👉 Ctrl + T Hanging indent 


👉 Ctrl + D Font options 


👉 Ctrl + Shift + C : Copy formats এর জন্য। 


👉 Ctrl + Shift + D : যেকোনো টেক্সটে Double underline ব্যবহার করার জন্য। 


👉 Ctrl + Shift + F : আপনার লেখনের ফন্ট স্টাইল (Font style) চেঞ্জ বদলানোর জন্য। 


👉 Ctrl + Shift + H : কিছু লুকোনো (hidden) Text formatting এপলাই করার জন্য। 


👉 Ctrl + Shift + L : আপনার লেখনে list style apply করার জন্য। 


👉 Ctrl + Shift + > Increase selected font +1 


👉 Ctrl + ] Increase selected font +1 


👉 Ctrl + [ Decrease selected font -1 


👉 Ctrl + Shift + * View or hide non printing characters 


👉 Ctrl + (Left arrow) Move one word to the left 


👉 Ctrl + (Right arrow) Move one word to the right 


👉 Ctrl + (Up arrow) Move to the beginning of the line or paragraph 


👉 Ctrl + (Down arrow) Move to the end of the paragraph 


👉 Ctrl + Shift + P : আপনার টেক্সটের (text) ফন্ট সাইজ (size) বদলানোর জন্য। 


👉 Ctrl + Shift + S : একটি নতুন স্টাইল এপলাই করার জন্য। (Apply a style). 


👉 Ctrl + Home : ডকুমেন্টের একেবারে আরম্ভে (beginning) যাওয়ার জন্য। 


👉 Ctrl + Delete : আপনার লেখনের ডানদিকের একটি শব্দ ডিলিট (delete) করার জন্য। 


👉 Ctrl + Backspace : আপনার লেখনের বাঁদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য। 


👉 Ctrl + End Move the cursor to the end of the document 


👉 Ctrl + Alt + S : লেখনে Copyright symbol ব্যবহার করার জন্য। 


👉 Ctrl + Alt +R : MS Word ডকুমেন্টে Registered trademark symbol ব্যবহার করার জন্য। 


👉 F7 Key : লেখনের স্পেলিং চেক করার জন্য “Spell checker” ফাঙ্কশন ব্যবহার করার জন্য। 


👉 Ctrl + Space Reset highlighted text to the default font 


👉 Ctrl + 1 Single-space lines 


👉 Ctrl + 2 Double-space lines 


👉 Ctrl + 5 1.5-line spacing 


👉 Ctrl + Alt + 1 Change text to heading 1 


👉 Ctrl + Alt + 2 Change text to heading 2 


👉 Ctrl + Alt + 3 Change text to heading 3 


👉 Shift + F3 Change case of selected text 


👉 Shift + Insert Paste 


👉 F4 Repeat the last action performed (Word 2000+) 


👉 F7 Spell check selected text and/or document 


👉 Shift + F7 Activate the thesaurus 


👉 F12 Save as 


👉 Ctrl + S Save 


👉 Shift + F12 Save 


👉 Alt + Shift + D Insert the current date 


👉 Alt + Shift + T Insert the current time 


👉 Ctrl + W Close document 


👉 Ctrl+= Set chosen text as a subscript. 


👉 Ctrl+Shift+= Set chosen text as superscript.


MS Excel এ ব্যবহৃত কম্পিউটার শর্টকাট কী সমূহ :

👉 Alt + Shift + F1 When you wanna insert new worksheet use these keys together 


👉 Shift + F3 With the help of these keys, you can open the MS-Excel formula window 


আরো পড়ুনঃ মাইক্রোসফট এক্সেল কাকে বলে? 


👉 Shift + F5 When you press these keys together it will open the search box 


👉 F11 The F11 key is used to create a chart in MS-Excel 


👉 Ctrl + Shift +; With the help of these keys, you can enter the current time 


👉 Ctrl +; Use these keys together to enter the current date 


👉 Ctrl + K When you want to Insert a link, you can use these keys together 


👉 Ctrl + F These keys are used to open find and replace options in MS-Excel 


👉 Ctrl + G Use these keys together to open go-to options 


👉 Ctrl + B When you press these keys together it will bold highlighted selection. 


👉 F2 When you want to edit the selected cell using this key 


👉 F5 With the help of this key, you can go to a specific cell 


👉 F7 With the help of this key, you can check the spell of selected text 


👉 Ctrl + I These commands are used to Italicize highlighted selection. 


👉 Ctrl + Space Use these keys together to select the entire column 


👉 Shift + Space Use these keys together to select the entire row 


👉 Ctrl + W Use these keys together to close the document 


👉 Ctrl + H Use these keys to open find and replace options 


👉 Ctrl + U With help of these keys, you can underline highlighted text. 


👉 Ctrl + Y With help of these keys, you can underline highlighted text. 


👉 Ctrl + Z With the help of these keys, you can undo the last deleted action 


👉 Ctrl + F9 Use these keys to minimize a current window in MS-Excel 


👉 Ctrl + F10 Use these keys to maximize the currently selected window in MS-Excel 


👉 Ctrl + Tab With the help of these keys, you can move between two or more open MS-Excel files 


👉 Alt + = With the help of these keys, you can initiate the formula to add all of the above cells 


👉 Ctrl + With the use of these keys together you can insert the value in the current cell from the above cell. 


👉 Ctrl + (Right arrow) With the help of these keys, you can jump on to the next section of text 


👉 Ctrl + O Use these keys to open options in MS-Excel 


👉 Ctrl + N Use these keys together to open the document in MS-Excel 


👉 Ctrl + P Use these keys together to open the print dialogue box in MS-Excel


পাওয়ার পয়েন্টের জন্য কম্পিউটার শর্টকাট কী :

মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করা শুরু করে এবং দ্রুত নেভিগেট করতে এবং কমান্ডগুলি সম্পাদন করার জন্য শর্টকাট কীগুলি শিখতে চায়, তারপরে কম্পিউটারের শর্টকাটটি দেখুন পাওয়ারপয়েন্ট প্রোগ্রামে ব্যবহৃত কী। 

পাওয়ারপয়েন্ট প্রোগ্রামগুলির জন্য সমস্ত কম্পিউটার শর্টকাট কী :


👉 Ctrl+Shift+ > the font size of the selected text by one size. 


👉 CTRL + G Group things together 


👉 Ctrl+M Create a new slide just after your chosen slide. 


আরো পড়ুনঃ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ কি?


👉 CTRL + D Create a duplicate of your current slide. 


👉 Esc Exit the ongoing slide show and it will redirect you to the earlier live view. 


👉 Ctrl+K When you want to enter a hyperlink use these keys together. 


👉 Ctrl+Shift+> These commands are used to maximize the font size of the selected text by one size. 


👉 F5 With the help of F5, you can start the presentation from the initial slide. 


👉 Ctrl+N These commands are used in a different Powerpoint software window, create a new, blank slide.


আজকের আর্টিকেলটি (কম্পিউটার শর্টকাট কী বলতে কি বুঝায়? MS windows,word,excel ও powerpoint এর শর্টকাট কী সম্পর্কে বিস্তারিত)  পছন্দ হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার অনুরোধ রইলো। আর যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে, তবে তা নিচে কমেন্ট করেও জানাতে পারেন।