Welcome to Sylhet Independent Store !
সদকাতুল ফিতর কখন আদায় করা উচিত? সদকাতুল ফিতর কিভাবে আদায় করতে হয়

সদকাতুল ফিতর কখন আদায় করা উচিত? সদকাতুল ফিতর কিভাবে আদায় করতে হয়

(0 customer review)


ঈদুল ফিতরের দিন যে ব্যক্তির মালিকানায় নেসাব পরিমাণ সম্পদ থাকবে আর তা নিত্য প্রয়োজনীয় বস্তু থেকে অতিরিক্ত হবে তার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। 

সদকাতুল ফিতরের আদায়ের পরিমাণ : গম, আটা, ছাতু বা কিশমিশ দ্বারা প্রদান করলে পৌনে দুই সের আর খেজুর বা যব দ্বারা আদায় করলে সাড়ে তিন সের দিতে হবে। উক্ত বস্তু দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে। আবার তার সমমূল্য দ্বারাও আদায় করা যাবে। 

এক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে, সদকাতুল ফিতরের উক্ত পরিমাণের দান নিজ পক্ষ থেকে এবং নিজ অপ্রাপ্ত বয়স্ক সন্তানের পক্ষ থেকে দিতে হবে। স্ত্রী বা ঘরের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে দেয়া ওয়াজিব নয়। তবে তাদের অনুমতিক্রমে যদি আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। 

গরীব মিসকিন লোককে উক্ত পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিতে হবে। এ দেয়াটা ঈদের আগে বা পরের দিন দিলেও আদায় হবে। তবে উত্তম হল ঈদের দিন ঈদের নামাযে যাওয়ার আগে আদায় করা।

আজকের আর্টিকেলটি (সদকাতুল ফিতর কখন আদায় করা উচিত) পছন্দ হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার অনুরোধ রইলো। আর যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে, তবে তা নিচে কমেন্ট করেও জানাতে পারেন।