Welcome to Sylhet Independent Store !
দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে পড়ার দোয়া ও এর বাংলা অর্থ

দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে পড়ার দোয়া ও এর বাংলা অর্থ

(0 customer review)

সেজদা

প্রায় সকল নামাজেই যখন আমরা সিজদা করি, তখন ঐ সময়ে করা দুইটি সিজদাহের মধ্যবর্তী বৈঠকে একটি দোয়া পড়ে থাকি। আমরা অনেকেই সেই দোয়ার অর্থ জানিনা। তাই আজকে আমরা বাংলা অর্থসহ দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের পড়ার দোয়াটি জানবো।

দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে পড়ার দোয়া :

اَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ

দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে পড়ার দোয়ার বাংলা উচ্চারণ : 

আল্লাহুম্মাগ্‌ফিরলি ওয়ারহাম্‌নি ওয়াজ্‌বুরনি ওয়াহ্‌দিনি ওয়া ‘আফিনি ওয়ার্‌যুক্বনি।

দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে পড়ার দোয়ার বাংলা অর্থ : 

হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার অবস্থার সংশোধন করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন ও আমাকে রুজি দান করুন।

মুহাম্মাদ ইব্‌ন মাসউদ, ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ নবী (সাঃ) দুই সিজদার মাঝে নিম্নের দোয়া পাঠ করতেন। “আল্লাহুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়া আফিনী, ওয়াহদিনী, ওয়ারযুকনী”- (ইব্‌ন মাজা,তিরমিযী, সুনান আবু দাউদ, হাদীস নং-৮৫০)

আজকের আর্টিকেলটি (দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে পড়ার দোয়া ও এর বাংলা অর্থ) পছন্দ হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার অনুরোধ রইলো। আর যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে, তবে তা নিচে কমেন্ট করেও জানাতে পারেন।