![]() |
মহীয়সী নারী |
ধর্ষণে উদ্যত ব্যক্তির শিকার অবলা নারী ঘটনাস্থলে একটি দোয়া পাঠ করতে পারেন। ধর্ষণ থেকে বাঁচার দোয়াটি হলো :
اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ فَلاَ تُسَلِّطْ عَلَىَّ الْكَافِرَ
ধর্ষণ থেকে বাঁচার দোয়ার উচ্চারণ :
আললাহু্ম্মা ইন কুনতু আমানতু বিকা, ওয়া বিরাসূলিকা, ফালা তুসাল্লত্ব আলাইয়্যাল কাফির।
ধর্ষণ থেকে বাঁচার দোয়ার অনুবাদ :
হে আল্লাহ, আমি যদি আপনার উপর ও আপনার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে থাকি, তাহলে এই কাফিরকে আমার উপর চাপিয়ে দিবেন না। (সহীহ বুখারী, হাদিস নং ৬৯৫০)
নবী ইব্রাহিমে আলাইহিস সালাম এর পত্নী সারাহ (আঃ) বিপদাপন্ন অবস্থায় ওযু করে সালাত আদায় করে এই দোয়া পড়লে আল্লাহ তা’আলা তার দোয়া কবুল করেন।
আজকের আর্টিকেলটি (ধর্ষণ থেকে বাঁচার দোয়া কী) পছন্দ হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার অনুরোধ রইলো। আর যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে, তবে তা নিচে কমেন্ট করেও জানাতে পারেন।
Tags
সাধারণ জিজ্ঞাসা