Welcome to Sylhet Independent Store !
নৌযান ও উড়োজাহাজে আরোহণের দোয়া | নৌকায় আরোহনের দোয়া | উড়োজাহাজে আরোহনের দোয়া

নৌযান ও উড়োজাহাজে আরোহণের দোয়া | নৌকায় আরোহনের দোয়া | উড়োজাহাজে আরোহনের দোয়া

(0 customer review)

উড়োজাহাজে আরোহন ও ভ্রমণ

 আধুনিক বিশ্বে যোগাযোগ ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে। দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই নৌপথ ও আকাশ পথে গমন করে থাকি। এমন পরিস্থিতিতে আমরা নৌযান কিংবা উড়োজাহাজে আরোহনের সময় দোয়া পড়ার বিধান রয়েছে।  

নৌযান ও উড়োজাহাজে আরোহণের দোয়া :

بِسْمِ اللهِ مَجْرٖیهَا وَمُرْسَاهَا. اِنَّ رَبِّـيْ لَغَفُوْرٌ رَّحِيْمٌ° 

وَمَا قَدَرُوْا اللهَ حَقَّ قَدْرِهٖ وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيَّاتُٗ بِيَمِيْنِهٖ سُبْحَانَهٗ وَتَعَالٰى عَمَّا يُشْرِكُوْنَ.

নৌযান ও উড়োজাহাজে আরোহণের দোয়ার বাংলা উচ্চারণ :

বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসা হা ইন্না রাব্বী লা গাফূরুর রহীম। 

ওয়ামা ক্বদারুল্লাহা হাক্ক ক্বদরিহী ওয়াল আরযু জামী-‘আন ক্ববযতুহূ ইয়াউমাল ক্বিয়া মাহ, ওয়াস সামা ওয়াতু মাত্ববিয়্যা তুম বিইয়ামীনিহ, সুবহানাহু ওয়াতা ‘আলা ‘আম্মা ইয়ুশরিকূন।

নৌযান ও উড়োজাহাজে আরোহণের দোয়ার বাংলা অর্থ :

আল্লাহ তা‘আলার নামেই এর চলা ও অবস্থান করা। নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল, অতিশয় দয়ালু।

তারা আল্লাহর যথোচিত সম্মান করে নাই। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তাঁর হাতের মুষ্টিতে থাকবে এবং আকাশম-লী থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে। পবিত্র ও মহান তিনি। তাদের শিরক থেকে তিনি বহু ঊর্ধ্বে।

(সূরা হুদ, আয়াত: ৪১, সূরা যুমার, আয়াত: ৬৭, ত্ববারানী আউসাত হাদীস নং-৬১৩৮, আল আযকার, হাদীস নং-৫৩৫)

আজকের আর্টিকেলটি (নৌযান ও উড়োজাহাজে আরোহণের দোয়া) পছন্দ হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার অনুরোধ রইলো। আর যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে, তবে তা নিচে কমেন্ট করেও জানাতে পারেন।