প্রতিবছর বিশ্বের অনেক দেশ থেকে লাখো মুসলিম পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদিতে পাড়ি জমান। একই ভাবে, প্রত্যেক বছর অসংখ্য বাংলা ভাষাভাষী মানুষ হজ্বের উদ্দেশ্যে মক্কা সফর করেন। এ সময় পবিত্র হাজরে আসওয়াদ কে চুমু দিয়ে তওয়াফ শুরু করতে একটি দোয়া পড়ার বিধান রয়েছে।
হজরে আসওয়াদকে চুমু দিয়ে বা ইশারা করে তওয়াফ শুরু করার দোয়া :
الله أكبر
উচ্চারণ: আল্লাহু আকবার।
কাবাঘর তওয়াফ করার সময় রাসুলুল্লাহ(সঃ) উটের পিঠে সওয়ার হয়ে তার সাহাবী(রাঃ) নিয়ে সর্বদা হজরে আসওয়াদ পাথরের কাছে পৌছতেন এবং বলতেন :
بسم الله، الله أكبر
অর্থাৎ, শুরু করছি আল্লাহর নামে, আল্লাহ সবার চেয়ে বড়। (বুখারীঃ ১৬১২-১৬১৩, ১৬৩২)
আজকের আর্টিকেলটি (হজরে আসওয়াদকে চুমু দিয়ে তওয়াফ শুরু করার দোয়া) পছন্দ হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার অনুরোধ রইলো। আর যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে, তবে তা নিচে কমেন্ট করেও জানাতে পারেন।
0 Reviews
Your rating