![]() |
বিষাক্ত বিচ্ছু |
বিষাক্ত প্রানী থেকে বাঁচার দোয়া :
أعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
বিষাক্ত প্রানী থেকে বাঁচার দোয়ার উচ্চারণ :
আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিনসাররি-মা-খলাক।
বিষাক্ত প্রানী থেকে বাঁচার দোয়া বাংলা অর্থ :
আমি আল্লাহ্ তায়ালার সমস্ত (উপকারী ও শেফাদানকারী) কলেমা দ্বারা তাহার সমস্ত মাখলুকের অনিষ্ট হইতে আশ্রয় চাহিতেছি।
(১) হযরত আবু হোরায়রা (রাযিঃ) বলেন, এক ব্যাক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং আরজ করিল, ইয়া রাসুলুল্লাহ, রাত্রে বিচ্ছুর কামড়ে আমার খুব কষ্ট হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, যদি তুমি সন্ধ্যায় এই কালিমাগুলি পড়িয়া লইতেঃ
أعوذ بكلمات الله التامات من شر ما خلق
’অর্থাৎ আমি আল্লাহ্ তায়ালার সমস্ত (উপকারী ও শেফাদানকারী) কলেমা দ্বারা তাহার সমস্ত মাখলুকের অনিষ্ট হইতে আশ্রয় চাহিতেছি।’
তবে বিচ্ছু কখনও তোমার কোন ক্ষতি করিতে পারিত না। (মুসলিম)
ফায়দাঃ হযরত আবু হোরায়রা (রাযিঃ) বর্ননা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সন্ধার সময় তিনবার এই কালিমাগুলি বলিবে-
أعوذ بكلمات الله التامات من شر ما خلق
সেই রাত্রে কোন প্রকার বিষ তাহার ক্ষতি করিতে পারিবে না। হযরত সুহাইল (রাযিঃ) বলেন, আমাদের পরিবারের লোকেরা এই দুয়া মুখস্ত করিয়া রাখিয়াছিল। তাহারা প্রতি রাত্রে উহা পড়িয়া লইত। এক রাত্রে এক মেয়েকে কোন বিষাক্ত প্রাণী দংশন করিলে সে কোন প্রকার কষ্ট অনুভব করে নাই। (তিরমিযী)
আজকের আর্টিকেলটি (বিষাক্ত প্রানী থেকে বাঁচার দোয়া) পছন্দ হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার অনুরোধ রইলো। আর যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে, তবে তা নিচে কমেন্ট করেও জানাতে পারেন।
0 Reviews
Your rating