Welcome to Sylhet Independent Store !
ইমান নবায়ন করার দোয়া কি (ইমান বৃদ্ধিতে সহায়ক)

ইমান নবায়ন করার দোয়া কি (ইমান বৃদ্ধিতে সহায়ক)

(0 customer review)

ইমান বজায় রাখুন

লোহা যেমন বহু দিন ধরে অযত্নে পড়ে থাকলে ঝং ধরে ঠিক তেমনি একজন মুমিনের অন্তরেও সময়ের পরিবর্তনে পার্থক্য দেখা দেয়। তাই, আমাদের বেশি বেশি ইমান চর্চা করা উচিত।

ইমান নবায়ন করার দোয়াঃ

اَللّٰهُمَّ جَدِّدِ الْإِيْمَانَ فِي قُلُوْبِنَا

উচ্চারণঃ আল্লাহুম্মা জাদ্দিদিল ইমানা ফি কুলুবিনা। 

অর্থঃ হে আল্লাহ, তুমি আমাদের হৃদয়ের ইমানকে নবায়ন করে দাও।

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ مِهْرَانَ، ثنا أَبُو الطَّاهِرِ، أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَيْسَرَةَ، عَنْ أَبِي هَانِئٍ الْخَوْلَانِيِّ حُمَيْدُ بْنُ هَانِئٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْإِيمَانَ لَيَخْلَقُ فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلَقُ الثَّوْبُ الْخَلِقُ، فَاسْأَلُوا اللَّهَ أَنْ يُجَدِّدَ الْإِيمَانَ فِي قُلُوبِكُمْ» . " هَذَا حَدِيثٌ لَمْ يُخَرَّجْ فِي الصَّحِيحَيْنِ وَرُوَاتُهُ مِصْرِيُّونَ ثِقَاتٌ، 

রাসুল (সল্লাল্লহু ’আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ

"কাপড় যেভাবে পুরানো হয়ে যায়,অন্তরের ইমানও একইভাবে পুরানো হয়ে যায়। কাজেই তোমরা আল্লাহ্‌র কাছে তোমাদের অন্তরের ইমান নবায়ন করে দেয়ার জন্য দু’আ কর।"(হাকেম ০৫)

আর্টিকেলটি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করুন।