মহিলা সাহাবী কাদের বলা হয়?
হযরত রাসূলুল্লাহ (সাঃ) এর জীবদ্দশায় যে সকল মহিলা ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ (সাঃ) কে স্ব-চোখে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যু বরণ করেছেন তারাই হলেন মহিলা সাহাবী। তাঁরা ছিলেন অত্যন্ত সৌভাগ্যবান।
মহিলাদের নামের শেষ কার নাম ব্যবহার করা উচিত?
আগেকার দিনে মহিলারা তাঁদের নামের শেষে পিতার নাম যোগ করে পরিচয় দিত, পিতার নামের পরিবর্তে স্বামীর নাম যোগ করা কোরআন ও হাদীসের প্রত্যক্ষ নাফরমানী। আল্লাহ রাব্বুল আলামীন যা ন্যায় সঙ্গত মনে করেন তা না গ্রহণ করে পশ্চিমা বিজাতীয় অনুকরণে বিবাহিতা নারীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা ইসলামী আদর্শের পরিপন্থী।
সাহাবীদের মতো মহিলা সাহাবীরাও তাঁদের নামের শেষে নীসব অর্থাৎ পিতার নাম যুক্ত করে পরিচয় দিতেন। যেমন খদীজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবু বকর সিদ্দীক ইত্যাদি। মুহাম্মদ (সা) এর মতো জগত বরণ্য স্বামীর নামও তাদের নামের পরে যুক্ত করেননি। কিন্তু এযুগের মুসলিম নারীগণ তাঁদের বিবাহোত্তর জীবনে নিজেদের নামের পরে স্বামীর নাম যোগ করেন অবলীলাক্রমে এ প্রথা বা স্টাইল কুরআন ও সুন্নার বিপরীত।
আল্লাহর চিরন্তন বাণীকে অস্বীকার করে যারা অন্যের অনুসরণ করে কিয়ামতের দিনে তাঁদের দলেই তাঁরা ঠাই পাবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ
“ইবনে উমর (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ‘যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করে সে তাদেরই দলভুক্ত হবে।’ (আবু দাউদ) "
তাই যারা খাদীজাতুল কুবরা, আয়েশা সিদ্দীকা, ফাতেমাতুজ যোহরা এদের দলে সামীল হতে চায় তাঁরা এদেরই পদাঙ্ক অনুসরণ করবে। মুসলিম মা-বোন ও ভাইদের কাছে ইসলামের চির সুন্দর- সত্য এবং কল্যাণের বাণী পৌঁছে দিয়ে সে অনুযায়ী আমল করার আহ্বান জানাই।
নিম্নে কয়েকজন সৌভাগ্যবান মহিলা সাহাবীর নাম উল্লেখ করা হলো, আমাদের মুসলিম কন্যাদের নাম মহিলা সাহাবীদের নামে নামকরণের তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমীন!
০১.) আরওয়া বিনতে আব্দুল মুত্তালাব (রাঃ) - সংক্ষিপ্ত নাম - আরওয়া (রাঃ)
০২.) আসমা বিনতে আবী বকর সিদ্দীকা (রাঃ) - সংক্ষিপ্ত নাম - আসমা (রাঃ)
০৩.) উমাইয়া বিনতে আন-নাজ্জার আন আনসারী - সংক্ষিপ্ত নাম - উমাইয়া (রাঃ)
০৪.) উনাইসাহ বিনতে আদী (রাঃ) - সংক্ষিপ্ত নাম - উনাইসাহ (রাঃ)
০৫.) উম্মে আইমন (রাঃ) - সংক্ষিপ্ত নাম - উম্মে আইমন (রাঃ)
০৬.) উম্মে ফজল (রাঃ) - সংক্ষিপ্ত নাম - উম্মে ফজল (রাঃ)
০৭.) উম্মে রুমান (রাঃ) - সংক্ষিপ্ত নাম - উম্মে রুমান (রাঃ)
০৮.) উম্মে সুলাইম (রাঃ) - সংক্ষিপ্ত নাম - উম্মে সুলাইম (রাঃ)
০৯.) উম্মে উমারা (রাঃ) - সংক্ষিপ্ত নাম - উম্মে উমারা (রাঃ)
১০.) উম্মে আতিয়া (রাঃ) - সংক্ষিপ্ত নাম - উম্মে আতিয়া (রাঃ)
১১.) উম্মে হানী (রাঃ) - সংক্ষিপ্ত নাম - উম্মে হানী (রাঃ)
১২.) বারীরাহ (মাওলাতে আয়েশা সিদ্দীকা (রাঃ) - সংক্ষিপ্ত নাম - বারীরাহ (রাঃ)
১৩.) বুসরা বিনতে সাফওয়ান কুরাইশী (রাঃ) - সংক্ষিপ্ত নাম - বুসরা (রাঃ)
১৪.) তামাযুর বিনতে ‘আমের (রাঃ) - সংক্ষিপ্ত নাম - তামাযুর (রাঃ)
১৫.) তামীমা বিনতে ওহহাব (রাঃ) - সংক্ষিপ্ত নাম - তামীমা (রাঃ)
১৬.) সুবাইতা বিনতে যাহাক/দাহাক (রাঃ) - সংক্ষিপ্ত নাম - সুবাইতা (রাঃ)
১৭.) জামীলা বিনতে উমর ইবনুল খাত্তাব (রাঃ) - সংক্ষিপ্ত নাম - জামীলা (রাঃ)
১৮.) জুমানা বিনতে আবী তালেব - সংক্ষিপ্ত নাম - জুমানা (রাঃ)
১৯.) জুওয়াই রিয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ) - সংক্ষিপ্ত নাম - জুওয়াইরিয়া (রাঃ)
২০.) হাবীবা বিনতে আবীফিয়ান (রাঃ) - সংক্ষিপ্ত নাম - হাবীবা (রাঃ)
২১.) হাফসা (উম্মুল মু’মেনীন)(রাঃ) - সংক্ষিপ্ত নাম - হাফসা (রাঃ)
২২.) হাকীমা বিনতে গাইলান (রাঃ) - সংক্ষিপ্ত নাম - হাকীমা (রাঃ)
২৩.) হালিমাতুস সা’দিয়া (রাঃ) - সংক্ষিপ্ত নাম - হালীমা (রাঃ)
২৪.) হামামা (মাওলাতে আবী বকর সিদ্দীক) - সংক্ষিপ্ত নাম - হামামা (রাঃ)
২৫.) হামনা বিনতে জাহান (রাঃ) - সংক্ষিপ্ত নাম - হামনা (রাঃ)
২৬.) হাওয়া বিনতে ইয়াযীদ (রাঃ) - সংক্ষিপ্ত নাম - হাওয়া (রাঃ)
২৭.) খালেদা বিনতে আসওয়াদ - সংক্ষিপ্ত নাম - খালেদা (রাঃ)
২৮.) খাদিজাতুল কোবরা (উম্মুল মু’মেনীন)(রাঃ) - সংক্ষিপ্ত নাম - খাদীজা (রাঃ)
২৯.) খুযায়মা বিনতে জাহাম - সংক্ষিপ্ত নাম - খুযায়মা (রাঃ)
৩০.) খালীদাহ বিনতে কা’নাব - সংক্ষিপ্ত নাম - খালীদাহ (রাঃ)
৩১.) খানসায়া বিনতে খাদ্দাম আলি আনসারী (রাঃ) - সংক্ষিপ্ত নাম - খানসায়া (রাঃ)
৩২.) খাওলা বিনতে আবদুল্লাহ আল আনসারী (রাঃ) - সংক্ষিপ্ত নাম - খাওলা (রাঃ)
৩৩.) দুজাজা বিনতে আসমা বিন সালত - সংক্ষিপ্ত নাম - দুজাজা (রাঃ)
৩৪.) দুররা বিনতে আবী লাহাব - সংক্ষিপ্ত নাম - দুররা (রাঃ)
৩৫.) রবীআ’হ বিনতে নযর আন-আনসারিয়াহ - সংক্ষিপ্ত নাম - রবীআহ (রাঃ)
৩৬.) রযীনা (রাসূলুল্লাহর (সাঃ) খাদেমা (রাঃ) - সংক্ষিপ্ত নাম - রযীনা (রাঃ)
৩৭.) রূফাইদা আনসারিয়া আন আসলামীয়া (রাঃ)- সংক্ষিপ্ত নাম - রূফাইদা (রাঃ)
৩৮.) রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ (সাঃ) - সংক্ষিপ্ত নাম - রুকাইয়া (রাঃ)
৩৯.) রমলা বিনতে আবী সুফিয়ান (রাঃ) - সংক্ষিপ্ত নাম - রমলা (রাঃ)
৪০.) রুমাইছা বিনতে উমর (রাঃ)- সংক্ষিপ্ত নাম - রূমাইছা (রাঃ)
৪১.) রায়হানা, রাসূলুল্লাহ (সা)-এর স্ত্রী - সংক্ষিপ্ত নাম - রায়হানা (রাঃ)
৪২.) রায়তা বিনতে হারেছ (রাঃ) - সংক্ষিপ্ত নাম - রায়তা (রাঃ)
৪৩.) সাবীয়া বিনতে হারেছ (রাঃ) - সংক্ষিপ্ত নাম - সাবীয়া (রাঃ)
৪৪.) সাখবারা বিনতে তামীম (রাঃ) - সংক্ষিপ্ত নাম - সাখবারা (রাঃ)
৪৫.) সুখাইলা বিনতে উবাইদা (রাঃ) - সংক্ষিপ্ত নাম - সুখাইলা (রাঃ)
৪৬.) সায়ীদা বিনতে হারিছ (রাঃ) - সংক্ষিপ্ত নাম - সায়ীদা (রাঃ)
৪৭.) সালামা বিনতে মা’কাল আনসারীয় (রাঃ) - সংক্ষিপ্ত নাম - সালামা (রাঃ)
৪৮.) সামুরা বিনতে কাইস আনসারীয়া - সংক্ষিপ্ত নাম - সামরা (রাঃ)
৪৯.) সালমা (রাসূলুল্লাহর (সা) খাদেমা - সংক্ষিপ্ত নাম - সালমা (রাঃ)
৫০.) সুমাইয়া (আম্মার বিন তোইয়াসের এর মা) - সংক্ষিপ্ত নাম - সুমাইয়া (রাঃ)
৫১.) সানা বিনতে আসমা বিনতে সালত- সংক্ষিপ্ত নাম - সানা (রাঃ)
৫২.) সাহলা বিনতে সাহল (রাঃ) - সংক্ষিপ্ত নাম - সাহলা (রাঃ)
৫৩.) সীরীন (মারিয়া কিবতীয়ার বোন) - সংক্ষিপ্ত নাম - সীরীন (রাঃ)
৫৪.) শিফা বিনতে আবদুল্লাহ (রাঃ) - সংক্ষিপ্ত নাম - শিফা (রাঃ)
৫৫.) শাফা বিনতে আওফ (রাল) - সংক্ষিপ্ত নাম - শাফা (রাঃ)
৫৬.) শারমায়া সা’দিয়া (রাসূলুল্লাহর (সা) দুধ বোন - সংক্ষিপ্ত নাম - শায়মারা (রাঃ)
৫৭.) সাফীয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ) - সংক্ষিপ্ত নাম - সাফীয়া (রাঃ)
৫৮.) সুমাইতা লাইছা (রাঃ) - সংক্ষিপ্ত নাম - সুমাইতা (রাঃ)
৫৯.) যুবায়া’ বিনতে হারেছা (রাঃ) - সংক্ষিপ্ত নাম - যুবায়া (রাঃ)
৬০.) আতেকা বিনতে আব্দুল মুত্তালেব (রা) - সংক্ষিপ্ত নাম - আতেকা (রা)
৬১.) আলীয়াহ বিনতে খবইয়ান (রা) - সংক্ষিপ্ত নাম - আলীয়াহ (রা)
৬২.) ইযযা বিনতে আবী সুফিয়ান (রা) - সংক্ষিপ্ত নাম - ইযযা (রা)
৬৩.) উমায়রা বিনতে সাহল আনসারীয়া - সংক্ষিপ্ত নাম - উমায়রা (রা)
৬৪.) ফাখেতা (উম্মেহানী) বিনতে আবী তালেব - সংক্ষিপ্ত নাম - ফাখেতা (রা)
৬৫.) ফাযেলা আনসারীয়া (রাঃ) - সংক্ষিপ্ত নাম - ফাযেলা (রাঃ)
৬৬.) ফারেয়া বিনতে আব্দুর রহমান (রাঃ) - সংক্ষিপ্ত নাম - ফারেয়া (রাঃ)
৬৭.) ফাতেমা বিনতে মালেক (রা) - সংক্ষিপ্ত নাম - ফাতেমা (রা)
৬৮.) ফাতেমা বিনতে খাত্তাব (রা) - সংক্ষিপ্ত নাম - ফাতেমা (রা)
৬৯.) ফাতিমা বিনতে উমাইস (রাঃ) - সংক্ষিপ্ত নাম - ফাতিমা (রাঃ)
৭০.) আসমা বিনতে উমাইস (রাঃ) - সংক্ষিপ্ত নাম - আসমা (রা)
৭১.) কাবীরা বিনতে সুফিয়ান (রা) - সংক্ষিপ্ত নাম - কাবীরা (রা)
৭২.) লুবাবা বিনতে হারেছ (রাঃ) - সংক্ষিপ্ত নাম - লুবাবা (রা)
৭৩.) লায়লা বিনতে হাকীম (রা) - সংক্ষিপ্ত নাম - লায়লা (রা)
৭৪.) মরিয়ম বিনতে আইয়াস আনসারী - সংক্ষিপ্ত নাম - মরিয়ম (রা)
৭৫.) মালীকা বিনতে উয়াইমার (রাঃ) - সংক্ষিপ্ত নাম - মালিকা (রা)
৭৬.) নাফীসা বিনতে উমাইয়া (রাঃ) - সংক্ষিপ্ত নাম - নাফীসা (রা)
৭৭.) নাওলা বিনতে আসলাম (রাঃ) - সংক্ষিপ্ত নাম - নাওলা (রা)
৭৮.) হুযাইলা বিনতে হারেছ (রাঃ) - সংক্ষিপ্ত নাম - হুযাইলা (রাঃ)
৭৯.) হিন্দ/হিন্দা বিনতে উৎবা (রাঃ) - সংক্ষিপ্ত নাম - হিন্দা (রাঃ)
0 Reviews
Your rating