বৈকূন্ঠপুর, ভূষিরবন্দর, চিরির বন্দর, দিনাজপুরে অনেকদিনের পুরাতন একটি পুকুর খনন করতে গিয়ে বহু পরনো একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে যে, গ্রেনেডটি ১৯৬৬ সালে তৈরী করা হয়েছিলো। তবে কোথা থেকে এটি আসলো তার সত্যতা এখনো পাওয়া যায় নি।
Tags
সিলেটের সময়