বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সুনামগঞ্জ জেলা শাখার অন্তর্ভুক্ত জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীন জামালগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের কমিটি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কমিটি'টি সম্পূর্ণ ভুয়া।
ফেসবুকে প্রকাশিত ঐ কমিটির সত্যতা সম্পর্কে জানতে জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ' কতিপয় অসাধুরা উপজেলা ছাত্রদলের সুনাম নষ্ট করতে কম্পিউটার স্ক্যানিং এর মাধ্যমে আমার ও আমার সদস্য সচিবের সীল-সাক্ষর নকল করে ফেসবুকে অপপ্রচার করছে। '
তিনি আরও বলেন ' এই ঘৃণিত কাজের ব্যাপারে আমি এবং আমার উপজেলা ছাত্রদলের কেউ অবগত নন। তাছাড়া, এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আমরা তৎপর রয়েছি '
এদিকে সিলেট ইনডিপেনডেন্ট'কে জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদনান তালুকদার জানান 'একটি কুচক্রী মহল জামালগঞ্জ উপজেলা ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে ছাত্রদলের প্যাডে আমাদের আহ্বায়ক ও আমার সাক্ষর এবং সীল কম্পিউটারের মাধ্যমে স্ক্যান করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমি ব্যাক্তিগত ভাবে এই বিষয়ে তীব্র্র নিন্দা জানাই।
তিনি আরো বলেন ' অচিরেই তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িত সবার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে'।