বাংলার সবচেয়ে আলোচিত ও সমালোচিত বগুড়ার তরুন আশরাফুল আলম। সবার কাছে যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত তিনি কাজ করে যাচ্ছেন। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। গত সোমবার (৩১ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে তিনি বলেছেন যে, তিনি আর সিনেমা বানাবেন না। এমনকি তিনি আর এফডিসিতেও যাবেন না।
গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে সামাজিক মাধ্যম তার এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি জানান যে, ‘দেশে নয়, এখন থেকে তিনি কলকাতায় কাজ করবেন।’
এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান ‘ অনেক চিন্তা-ভাবনা করে দেখেছি- আমি তো কাজ ছাড়া থাকতে পারবো না। তাছাড়া, আমার দেশের কিছু লোক আমাকে কাজ করতে দিতে চাইছে না। তাই নতুনভাবে এই সিদ্ধান্ত নিয়েছি যে, এখন থেকে কলকাতায় কাজ করবো। আশা করছি, সেখানে কেউ আমার সমস্যা করতে পারবে না।’
বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এই বছরেই পাঁচটি সিনেমা শেষ করবে বলেও জানা যায়। এখন বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার তিনটা সিনেমা।