নিহত আজির উদ্দীন |
আজ সোমবার (২১ ফেব্রুয়ারী, ২০২২) দুপুর বেলায় পাগলা বাজারে আজির উদ্দীন নামে এক যুবকের লাশ রাস্তায় ফেলে মানব বন্ধন করছে সাধারণ জনতা। পুলিশি নির্যাতনে আজির উদ্দীন নামে ঐ যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ঐ ব্যাক্তি পাগলা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, স্থানীয় থানায় আজির উদ্দীনকে ধরে নিয়ে পুলিশের কতিপয় কর্মকর্তা নির্মমভাবে অত্যাচার করে। এরই প্রেক্ষিতে লোকটি চরমভাবে আঘাত প্রাপ্ত হয়ে মারা গেছে।
উত্তেজিত জনতা " দেবাশীষের চামড়া- তুলে দেব আমরা " বলে স্লোগান দিতেও শোনা যায়। এ সময় আজির উদ্দীন হত্যার সুষ্ঠু বিচার চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় উপস্থিত জনতা।
তবে এ ব্যাপরে স্থানীয় সরকার ও প্রশাসনের নিকট হতে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায় নি।
ঘটনার সত্যতা ও পরবর্তী কার্যক্রম নিয়ে শীঘ্রই বিস্তারিত আসছে।
Tags
সিলেটের সময়